১। পদের নাম: পরিচালক ( ট্রেনিং এন্ড ইন্টুমেন্টেশন)-(০১জন)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সাইন্স/ইঞ্জিনিয়ারিং এ বিএসসি/ফলিত পদার্থ বিদ্যা ও ইলেকট্রনিক্স/পদার্থ বিজ্ঞান/পরিসংখ্যান/গণিত/বাণিজ্য/অর্থনীতি বিষয়ে সম্মান সহ স্নাতক এ স্নাতকোত্তর ডিগ্রী অথবা পাস কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী। সকল পর্যায়ে নূন্যতম ২য় বিভাগ/শ্রেণী/বি গ্রেড। স্নাতক বা স্নতকোত্তর ডিগ্রী পর্যায়ে যে কোন একটিতে বা উভয়টিতে ১ম শ্রেণী এ গ্রেড প্রাপ্তদের এবং উচ্চত্তর ডিগ্রীধারীদের অগ্রাধিকার। কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়। প্রথম শ্রেণীর পদে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা। অতিরিক্ত পরিচালক/সমমানের পদে ( ষষ্ঠ জাতীয় স্কেল ১৫,০০০-১৯,৮০০/- টাকা ৩ বছরের অথবা উপ-সচিব/সমমানের পদে ষষ্ঠ জাতীয় স্কেল ১৩,৭৫০-১৯,২৫০/- টাকা)। ৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। জাতীয় ও আর্ন্তজাতিক পত্রিকা/সাময়িকিতে প্রকাশনা। ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও কম্পিউটার ব্যবহার ও মেরামত কাজের অভিজ্ঞতা।
বেতন: ১৬,৮০০-২০,৭০০/-
২। পদের নামঃ যুগ্ম সচিব (প্রশাসন)-০১ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিঙ্গতাঃ সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা পাস কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি; সকল পর্যায়ে নূন্যপক্ষে ২য় বিভাগ/শ্রেণী/বি গ্রেড। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ে যে কোন একটিতে বা উভয়টিতে ১ম এ গ্রেড শ্রেণী প্রাপ্তদের এবং উচ্চতর ডিগ্রিধারীদেরকে অগ্রধিকার। কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী গ্রহনযোগ্য নয়।
প্রথম শ্রেণী পদের কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা। উপ-সচিব/ সমমানের পদে ষষ্ট জাতীয় বেতন স্কেল ১৩,৭৫০-১৯,২৫০/-। ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রধিকার। কম্পিউটারে পারদর্শী।
বেতনঃ ১৫,০০০-১৯,৮০০/-
৩। পদের নামঃ অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব)- ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ বিবিএসহ এমবিএ/ বিকম অনার্সসহ এমকম অথবা পাস কোমর্স বিকম ও একম। সকল পর্যায়ে নূন্যপক্ষে বিষয়ে সকল পর্যায়ে নূন্যপক্ষে ২য় বিভাগ/শ্রেণী/বি গ্রেড স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ের যে কোন একটিতে বা উভয়টিতে ১ম/ এ গ্রেড শ্রেণী প্রাপ্তদের এবং উচ্চতর ডিগ্রিধারীদেরকে অগ্রধিকার। কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী গ্রহনযোগ্য নয়।
প্রথম শ্রেণী পদের কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা। উপ-পরিচালক/ সমমানের পদে ষষ্ট জাতীয় বেতন স্কেল ১৩,৭৫০-১৯,২৫০/-। ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রধিকার। সিএ ডিগ্রিধারীদের ক্ষেত্রে মোট অভিজ্ঞতা ৩ বছর পর্যন্ত শিথিলযোগ্য। কম্পিউটারে পারদর্শী।
বেতনঃ ১৫,০০০-১৯,৮০০/-
৪। পদের নামঃ অতিরিক্ত পরিচালক (গবেষনা ও প্রকাশনা)-০১ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা পাস কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি; সকল পর্যায়ে নূন্যপক্ষে ২য় বিভাগ/শ্রেণী/বি গ্রেড। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ে যে কোন একটিতে বা উভয়টিতে ১ম শ্রেণী/ এ গ্রেড প্রাপ্তদের এবং উচ্চতর ডিগ্রিধারীদেরকে অগ্রধিকার। কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী গ্রহনযোগ্য নয়।
প্রথম শ্রেণী পদের কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা। উপ-পরিচালক/ সমমানের পদে ষষ্ট জাতীয় বেতন স্কেল ১৩,৭৫০-১৯,২৫০/-। ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রধিকার। কম্পিউটারে পারদর্শী।
বেতনঃ ১৫,০০০-১৯,৮০০/-
৫। উপ-পরিচালক ( প্রকাশনা ও তথ্য)-০১ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা পাস কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি; সকল পর্যায়ে নূন্যপক্ষে ২য় বিভাগ/শ্রেণী/বি গ্রেড। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ে যে কোন একটিতে বা উভয়টিতে ১ম শ্রেণী/ এ গ্রেড প্রাপ্তদের এবং উচ্চতর ডিগ্রিধারীদেরকে অগ্রধিকার। কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী গ্রহনযোগ্য নয়।প্রথম শ্রেণী পদের কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা। সহকারী পরিচালক/ সমমানের পদে ষষ্ট জাতীয় বেতন স্কেল ১৩,৭৫০-১৯,২৫০/-। ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রধিকার। কম্পিউটারে পারদর্শী।
বেতনঃ ৯,০০০-১৫,৪৮০/-
৬। কম্পিউটার প্রোগ্রমারঃ ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞগতাঃ কম্পিউটার সায়েন্স/ ইঞ্জিনিয়ারিং এ বিএসসি অথবা ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স/ পদার্থ বিজ্ঞান/ পরিসংখান/ অংক/বানিজ্য/অর্থনীতি বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা পাস কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি; সকল পর্যায়ে নূন্যপক্ষে ২য় বিভাগ/শ্রেণী/বি গ্রেড। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ে যে কোন একটিতে বা উভয়টিতে ১ম শ্রেণী/ এ গ্রেড প্রাপ্তদের এবং উচ্চতর ডিগ্রিধারীদেরকে অগ্রধিকার। কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী গ্রহনযোগ্য নয়। প্রোগ্রমি-এ ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা। ওরাকল ডাটাবেজ সিস্টেম কলায়েনট/ সার্ভারএপ্লিকেশন ও ডিজাইনে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। ইউনিক্স সিস্টেমে নূন্যতম ২ বছর কাজ করার অভিজ্ঞতা।
বেতনঃ ১১,০০০-১৭,৬৫০/-
৭। পদের নামঃ সহকারী সচিব (প্রশাসন)-০১ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা পাস কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি; সকল পর্যায়ে নূন্যপক্ষে ২য় বিভাগ/শ্রেণী/বি গ্রেড। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ে যে কোন একটিতে বা উভয়টিতে ১ম শ্রেণী/ এ গ্রেড প্রাপ্তদের এবং উচ্চতর ডিগ্রিধারীদেরকে অগ্রধিকার। কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী গ্রহনযোগ্য নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়/ সরকারী/ আধাসরকারী/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শিক্ষা এবং প্রশাসন সংক্রান্ত কাজে প্রথম শ্রেণী কর্মকর্তা হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। কম্পিউটার ব্যবহারে পারদর্শী।
বেতনঃ ৯,০০০-১৫,৪৮০/-
৮। পদের নামঃ সহকারী সচিব (লিগ্যাল)-০১জন।
শিক্ষাগত যোগ্যতাঃ আইন বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা পাস কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি; সকল পর্যায়ে নূন্যপক্ষে ২য় বিভাগ/শ্রেণী/বি গ্রেড। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ে যে কোন একটিতে বা উভয়টিতে ১ম শ্রেণী/ এ গ্রেড প্রাপ্তদের এবং উচ্চতর ডিগ্রিধারীদেরকে অগ্রধিকার। কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী গ্রহনযোগ্য নয়। প্রথম শ্রেণী কর্মকর্তা হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। কম্পিউটার ব্যবহারে পারদর্শী।
বেতনঃ ৯,০০০-১৫,৪৮০/-
৯। পদের নামঃ শাখা কর্মকর্তা।
শিক্ষাগত যোগ্যতাঃ ৪বছরের সম্মানসহ স্নাতক ডিগ্রি/ ৩ বছরের সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা পাস কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি; সকল পর্যায়ে নূন্যপক্ষে ২য় বিভাগ/শ্রেণী/বি গ্রেড সহ কমপক্ষে ২টি ১ম বিভাগ/ শ্রেণী/ এ গ্রেড। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ে যে কোন একটিতে বা উভয়টিতে ১ম শ্রেণী/ এ গ্রেড প্রাপ্তদের এবং উচ্চতর ডিগ্রিধারীদেরকে অগ্রধিকার। কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী গ্রহনযোগ্য নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়/ সরকারী/ আধাসরকারী/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শিক্ষা এবং প্রশাসন সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।। কম্পিউটার ব্যবহারে পারদর্শী।
বেতনঃ ৬,৮০০-১৩,০৯০/-
১০। পদের নামঃ প্রকাশনা কর্মতর্তা-০১ জন।
শিক্ষাগত যোগ্যতাঃ ৪বছরের সম্মানসহ স্নাতক ডিগ্রি/ ৩ বছরের সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা পাস কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি; সকল পর্যায়ে নূন্যপক্ষে ২য় বিভাগ/শ্রেণী/বি গ্রেড সহ কমপক্ষে ২টি ১ম বিভাগ/ শ্রেণী/ এ গ্রেড। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ে যে কোন একটিতে বা উভয়টিতে ১ম শ্রেণী/ এ গ্রেড প্রাপ্তদের এবং উচ্চতর ডিগ্রিধারীদেরকে অগ্রধিকার। কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী গ্রহনযোগ্য নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়/ সরকারী/ আধাসরকারী/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শিক্ষা এবং প্রশাসন সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।। কম্পিউটার ব্যবহারে পারদর্শী।
বেতনঃ ৬,৮০০-১৩,০৯০/-
পূর্ণ জীবন বৃত্তান্ত, ২ কপি সত্যায়িত ছবি, প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর অনুকুলে ৩০০ টাকা পে-অর্ডার। ১০ কপি দরখাস্ত ডাকযোগে অথবা সরাসরি আগামী ০৩/০৮/০৯ ইং তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, ঢাকা-১২০৭ ঠিকানা পৌচাতে হবে।
সূত্রঃ দৈনিক জনকন্ঠ, ১৩ জুলাই।
Sunday, July 19, 2009
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে চাকুরী
Posted by washimam Your Hot News Expert. at 5:13 AM 0 comments
Labels: best hotjobs best career bd
Sunday, July 12, 2009
National Bank Ltd-Career Opportunity
National Bank Limited, a leading first generation inovative and vision driven private sector Commercial Bank having 107 Brances at present,adding 14 new Brabces and 10 SME service center within thos year as a part of its expansion progamme, invites application from dynamic, proactive,self-motivated and talented young individuals fpr recuitment as " PROBATIONARY OFFICER".
OUR REQUIRMENTS
Candidates must be Masters/BBA from a well reputed University having three first Divisions/Classes or CGPA-3.50 out of 4.00 where appicable in any of the following disicipline.
MBA/BBA in Accounting,Finance & Banking,Marketing,Managment and Masters with Honours in Economics,English,Statistics,Mathematics.
Dadeline: 25/07/09.
For more details please visit: www.nblbd.com
Source: thedailyittefaque(10/7/09,page-7).
Posted by washimam Your Hot News Expert. at 11:37 PM 0 comments
Labels: better solution hotjobs earn
সমাজ সেবা অধিদপ্তরে চাকরী
১। পদের নাম: সাঁটলিপিকার-২১জন।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাশ। সাঁট-লিখন গতি বাংলায় ৫০শব্দ ও ইংরেজীতে ৮০শব্দ/মিনিট। মুদ্রন গতি বাংলায় ২৫শব্দ,ইংরেজীতে ৩০শব্দ/মিনিট।
বেতন: ৩,৫০০-৭,৫০০/-
২। পদের নাম: সাঁট-মুদ্রক্ষরিক-৫জন।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান। উক্ত কাজে দক্ষতা থাকতে হবে।
বেতন: ৩,৩০০-৬,৯৪০/-
৩। পদের নাম: ইন্সট্রাক্টর ( এসইসি)-২জন।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাশসহ সংশ্লিষ্ট কাজে টেইলারিং/র্গামেন্টসওর্য়াক/কোন বাঁশ এবং জুট প্রশিক্ষণের সনদপত্র থাকতে হবে।
বেতন: ৩,৫০০-৭,৫০০/-
৪। পদের নাম: হিসাব সহকারী-৪জন।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাশসহ উক্তকাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ৩,০০০-৫,৯২০/-
৫। পদের নাম: অফিস সহকারী (যুক্ত গুদাম রক্ষক)-৪জন।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাশসগ মুদ্রণ গতি বাংলায় ২০,ইংরেজীতে ২৮শব্দ/মিনিট।
বেতন: ৩,০০০-৫,৯২০/-
৬। পদের নাম: নার্স (সেবিকা)-৪জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাশসহ নাসিং এর সার্টিফিকেট থাকতে হবে।
বেতন: ৩,০০০-৫,৯২০/-
ক) প্রার্থীর বয়স ০৬/০৮/০৯ইং তারিখে সকল পদের জন্য ১৮-৩০বছর হতে হবে। তবে মুক্তি যোদ্ধার সন্তানদের জন্য ৩২ বছর।
খ) আবেদনপত্রের সাথে প্রার্থর নাম,ঠিকানা উল্লেখ পূর্বক ৪.০০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিটযুক্ত ৯.৫''x৪.৫'' বিশিষ্ট খাম প্রদান করতে হবে।
গ) মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, সমাজসেবা ভবন,প্লট নং-ই-৮/বি-১,আগারগাঁও,শেরেবাংলা নগর,ঢাকা বরাবরে সম্পূণ আবেদনপত্র জমা দিতে হবে।
আবদনের শেষ তারিখ: ০৬/০৮/০৯ইং।
সূত্র: ডেইলি ষ্টার( ৮/৭/০৯ইং,পৃ: ২১)।
Posted by washimam Your Hot News Expert. at 12:56 PM 0 comments
Labels: best hotjobs best career bd
Friday, July 10, 2009
Job vacancy BRITISH COUNCIL
The British Council is pleased to recruit a Senior English Teacher for the school and college of an international joint venture company. The school and college is located at the companys housing colony in chittagong.
We are looking to recruit a suitably qualified English Techer for the school section with the following minimum qualification: Masters dgree with Honours in English with 3 yrs teaching experience at secondary school level,may be any cadet college or public schools is disirable. please send cv with all of academic and experience certificates in attested copies with recent colour pp photograph to... CEMTRE MANAGER, BRITISH COUNCIL, 77A EAST NASIRABAD,GPO BOX-327.CTG DADELINE:20JULY,09. Source-ittifaque,10july,09,page-13
Posted by washimam Your Hot News Expert. at 11:16 PM 0 comments
Labels: english teacher best hot jobs
বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)
১। পদের নাম: কম্পিউটার অপারেটর-৩ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগী ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটদের ক্ষেত্রে শিক্ষগত যোগ্যতা শিথিল যোগ্য। কম্পিউটার অপারেশন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৩,৫০০-৭,৫০০/-
২। পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর-৭জন।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি। ডাটা এন্ট্রি অপারেটরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৩,০০০-৫,৯২০/-
৩। পদের নাম: ক্যাশিয়ার-১ জন।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বীতিয় বিভাগে উত্তীর্ণ ।
বেতন: ৩,০০০-৫,৯২০/-
৪। পদের নাম: অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক-১১ জন।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বীতিয় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সসহ কম্পিউটার নির্ভুল টাইপিং গতি বাংলায় ৩০, ইংরেজিতে ৪০ থাকতে হবে।
বেতন: ৩,০০০-৫,৯২০/-
৫। পদের নাম: রাইব্রেরী সহকারী-১ জন।
শিক্ষাগত যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক অথবা ডিগ্রীসহ গ্রন্থগার বিজ্ঞানে পশিক্ষণ কোর্স সনদপ্রাপ্ত।
বেতন: ৩,৩০০-৬,৩৮০/-
৬। পদের নাম: রিসিপসনিষ্ট-১ জন।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বীতিয় বিভাগে উত্তীর্ণ।
বেতন: ৩,০০০-৫,৯২০/-
৭। পদের নাম: ইলেকট্রিশিয়ান-১ জন।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে বি ও সি লাইসেন্স থাকতে হবে।
বেতনন: ২,৮৫০-৫,৪১০/-
৮। পদের নাম: এমএলএসএস/পিওন-১২ জন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ২,৪০০-৪,৩১০/-
ক) স্বহস্তে লিখিত আবেদনপত্র সর্বশেষ ৩০/০৭/০৯ ইং তারিখ অথবা তৎপূর্বে অফিস চলাকালিন সময়ের মধ্যে সচিব, বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কতৃপক্ষ এনটিআরএ নায়েম ক্যাম্পস, একাডেমীববন (৬ষ্ট তলা), ধানমন্ডি, ঢাকা-১২০৫ ঠিকানায় অবশ্যই ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি বা হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহনযোগ্য নয়।
খ) পরীক্ষার ফি বাবদ সচিব, এনটিআরসিএ-এর অনুকূলে ১-৬ নং পদের জন্য ২০০/- টাকা এবং ৭-৮ নং পদের জন্য ১৫০/- টাকার ব্যাংক ড্রাফট/পে অর্ডার/পোষ্টাল অর্ডার অফেরৎবযোগ্য সংযুক্ত করতে হবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক(৯/৭/০৯ইং,পৃ:১২)।
Posted by washimam Your Hot News Expert. at 4:18 PM 0 comments
Labels: hot jobs ntrca gov bd
গরম গরম যোগাযোগ মন্ত্রণালয়ে চাকুরী
১। পদের নাম: একাউনটেন্ট
শিক্ষাগত যোগ্যতা: বি এ/বি কম পাস।
বেতন: ৫,৯৪৫/-
২। পদের নাম: কম্পিউটার অপারেটর
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।
বেতন: ৫,৪৫০/-
১। আবেদন পত্রের সহিত প্রার্থীর স্বাক্ষরীত পূর্ণ জীবন বৃত্তান্তঃ (ক) নাম, (খ) পিতা/স্বামীর নাম, (গ) মাতার নাম, (ঘ) ন্থায়ী ঠিকানা, (ঙ) বর্তমান ঠিকানা, (চ) জন্ম তারিখ ও বয়স (০১-০৭-০৯ইং তারিখে), (ছ) ধর্ম, (জ) জার্ীয়তা, (ঝ) শিক্ষাগত যোগ্যতা, (ঞ) অভিজ্ঞতা, (ট) সম্পতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, (ঠ) সিটি কর্পোরেশনের কমিশনার/পৌরসভা চেয়ারম্যান/ইউ পি চেয়ারম্যানের নিকট থেকে নাগরিকত্ব সনদের সত্যায়ি কপি, (ড) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি (যদি থাকে) ইত্যাদি উল্লেখ পূর্বক আগামী ১৫/০৭/০৯ ইং তারিখের মধ্যে অফিস চলাকলিন সময়ে নির্বাহী পরিচালক, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড (ডিটিসিবি), নগর ভবন (১৪ও ১৫ তলা) , ঢাকা-১০০০, ফোনঃ ৯৫৬২৬৮৬ এর নিকট দরখাস্ত পৌছাতে হবে।
২। আবেদম পত্রে সাথে ২০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে অর্ডার (অফেরতযোগ্য) নির্বাহী পরিচালক, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড এর বরাবরে প্রদান করিতে হবে।
৩। খামের উপর পদের নাম ও নিজ জেলার উল্লেখ করতে হবে।
সূত্র: ইত্তেফাক (৪/৭/০৯, পৃ: ১০)
Posted by washimam Your Hot News Expert. at 3:45 PM 0 comments
Labels: best hotjobs bd
ব্র্যাকে চাকুরী
১। পদের নাম: সহকারী হিসাব কর্মকর্তা
শিক্ষগত যোগ্যতা: বি. কম পাশ। প্রতিটি পরীক্ষায় কম পক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে।
বেতন: ৭,২৯০/- টাকা।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
আবেতদনের শেষ তারিখ: ২২/০৭/০৯ইং।
২। পদের নাম: কর্মসূচী সংগঠক (৫ম স্তর)
শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতক পাশ। প্রতিটি পরীক্ষায় কম পক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে।
বেতন: ৭,২৯০/- টাকা।
বয়স: সর্বোচ্চ ৩৩ বছর।
আবেদনের শেষ তারিখ: ২১/০৭/০৯ইং।
জীবনবৃত্তান্ত, টেলিফোন/মোবাইল নম্বার, এস.এস.সি সার্টিফিকেটের ফটোকপি এবং সাম্পতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ নিম্নের ঠিকানায় আবেদন করতে হবে। একাধিক আবেদনপত্র পাঠানোর প্রয়োজন নেই। আবেদনপত্র ও খামের উপর আবেদনকৃত পদের নাম এবং AD# 25/09 উল্লেখ করতে হবে।
ঠিকানা
আর এস এন্ড পি সেকশন
ব্র্যাক-এইচআরডি
ব্র্যাক সেন্টার
৭৫ মহাখালী
ঢাকা-১২১২।
সূত্র: প্রথম আলো (০৯/০৭/০৯ইং, পৃ:৭), দৈনিক ইত্তেফাক (০৮/০৭/০৯ইং, পৃ:৫)
Posted by washimam Your Hot News Expert. at 3:16 PM 0 comments
Labels: brac hot jobs bd