Sunday, July 12, 2009

সমাজ সেবা অধিদপ্তরে চাকরী

১। পদের নাম: সাঁটলিপিকার-২১জন।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাশ। সাঁট-লিখন গতি বাংলায় ৫০শব্দ ও ইংরেজীতে ৮০শব্দ/মিনিট। মুদ্রন গতি বাংলায় ২৫শব্দ,ইংরেজীতে ৩০শব্দ/মিনিট।

বেতন: ৩,৫০০-৭,৫০০/-

২। পদের নাম: সাঁট-মুদ্রক্ষরিক-৫জন।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান। উক্ত কাজে দক্ষতা থাকতে হবে।
বেতন: ৩,৩০০-৬,৯৪০/-

৩। পদের নাম: ইন্সট্রাক্টর ( এসইসি)-২জন।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাশসহ সংশ্লিষ্ট কাজে টেইলারিং/র্গামেন্টসওর্য়াক/কোন বাঁশ এবং জুট প্রশিক্ষণের সনদপত্র থাকতে হবে।
বেতন: ৩,৫০০-৭,৫০০/-

৪। পদের নাম: হিসাব সহকারী-৪জন।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাশসহ উক্তকাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ৩,০০০-৫,৯২০/-

৫। পদের নাম: অফিস সহকারী (যুক্ত গুদাম রক্ষক)-৪জন।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাশসগ মুদ্রণ গতি বাংলায় ২০,ইংরেজীতে ২৮শব্দ/মিনিট।
বেতন: ৩,০০০-৫,৯২০/-

৬। পদের নাম: নার্স (সেবিকা)-৪জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাশসহ নাসিং এর সার্টিফিকেট থাকতে হবে।
বেতন: ৩,০০০-৫,৯২০/-


ক) প্রার্থীর বয়স ০৬/০৮/০৯ইং তারিখে সকল পদের জন্য ১৮-৩০বছর হতে হবে। তবে মুক্তি যোদ্ধার সন্তানদের জন্য ৩২ বছর।
খ) আবেদনপত্রের সাথে প্রার্থর নাম,ঠিকানা উল্লেখ পূর্বক ৪.০০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিটযুক্ত ৯.৫''x৪.৫'' বিশিষ্ট খাম প্রদান করতে হবে।
গ) মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, সমাজসেবা ভবন,প্লট নং-ই-৮/বি-১,আগারগাঁও,শেরেবাংলা নগর,ঢাকা বরাবরে সম্পূণ আবেদনপত্র জমা দিতে হবে।

আবদনের শেষ তারিখ: ০৬/০৮/০৯ইং।
সূত্র: ডেইলি ষ্টার( ৮/৭/০৯ইং,পৃ: ২১)।

0 comments: