Tuesday, July 7, 2009

বিক্রয় প্রতিনিধি আবশ্যক

শরীফ মেলামাইন সামগ্রী বিক্রয় কার্য়ক্রমে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক বিক্রয় প্রতিনিধি নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক

# প্রার্থীকে সুন্দরবাচনভঙ্গীসম্পন্ন, কঠোর পরিশ্রমী, দেশের অভ্যন্তরে ব্যাপক ভ্রমনে আগ্রাহী হতে হবে।
# মাঠ পর্যায়ে কনজ্যুমার প্রডাক্ট বিক্রয়ে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিগতা থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৩ জুলাই, ২০০৯ ইং
ডাক/কুরিয়ার সার্ভিসযোগে নিম্ন ঠিকানায় পাঠাতে হবে।

জেনারেল ম্যানেজার
শরীফ মেলামাইন ইন্ডাষ্ট্রিজ (প্রোঃ) লিঃ
২৭/১, মিটফোর্ড রোড, শরীফ মার্কেট (৩য় তলা), ঢাকা-১১০০


সূত্র; দৈনিক প্রথম আলো, ৬/৭/০৯ ইং পৃষ্ঠা-১৮

0 comments: