Friday, July 10, 2009

বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)

১। পদের নাম: কম্পিউটার অপারেটর-৩ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগী ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটদের ক্ষেত্রে শিক্ষগত যোগ্যতা শিথিল যোগ্য। কম্পিউটার অপারেশন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৩,৫০০-৭,৫০০/-

২। পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর-৭জন।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি। ডাটা এন্ট্রি অপারেটরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৩,০০০-৫,৯২০/-

৩। পদের নাম: ক্যাশিয়ার-১ জন।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বীতিয় বিভাগে উত্তীর্ণ ।
বেতন: ৩,০০০-৫,৯২০/-

৪। পদের নাম: অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক-১১ জন।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বীতিয় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সসহ কম্পিউটার নির্ভুল টাইপিং গতি বাংলায় ৩০, ইংরেজিতে ৪০ থাকতে হবে।
বেতন: ৩,০০০-৫,৯২০/-

৫। পদের নাম: রাইব্রেরী সহকারী-১ জন।
শিক্ষাগত যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক অথবা ডিগ্রীসহ গ্রন্থগার বিজ্ঞানে পশিক্ষণ কোর্স সনদপ্রাপ্ত।
বেতন: ৩,৩০০-৬,৩৮০/-

৬। পদের নাম: রিসিপসনিষ্ট-১ জন।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বীতিয় বিভাগে উত্তীর্ণ।
বেতন: ৩,০০০-৫,৯২০/-

৭। পদের নাম: ইলেকট্রিশিয়ান-১ জন।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে বি ও সি লাইসেন্স থাকতে হবে।
বেতনন: ২,৮৫০-৫,৪১০/-

৮। পদের নাম: এমএলএসএস/পিওন-১২ জন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ২,৪০০-৪,৩১০/-

ক) স্বহস্তে লিখিত আবেদনপত্র সর্বশেষ ৩০/০৭/০৯ ইং তারিখ অথবা তৎপূর্বে অফিস চলাকালিন সময়ের মধ্যে সচিব, বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কতৃপক্ষ এনটিআরএ নায়েম ক্যাম্পস, একাডেমীববন (৬ষ্ট তলা), ধানমন্ডি, ঢাকা-১২০৫ ঠিকানায় অবশ্যই ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি বা হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহনযোগ্য নয়।

খ) পরীক্ষার ফি বাবদ সচিব, এনটিআরসিএ-এর অনুকূলে ১-৬ নং পদের জন্য ২০০/- টাকা এবং ৭-৮ নং পদের জন্য ১৫০/- টাকার ব্যাংক ড্রাফট/পে অর্ডার/পোষ্টাল অর্ডার অফেরৎবযোগ্য সংযুক্ত করতে হবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক(৯/৭/০৯ইং,পৃ:১২)।

0 comments: