Saturday, July 4, 2009

ভূমি মন্ত্রণালয়ে গরম চাকুরী

১। পদের নাম: প্রজেক্ট ইঞ্জিনিয়ার-০১ জন।


শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং/এগ্রি ইঞ্জিনিয়ারিং এ ২য় শ্রেণীর ডিগ্রী/এএমআই (সিভিল) এ সেকশন এ ও বি উত্তীর্ণ। প্রকল্প প্রকৌশলী/সহকারী প্রকৌশলী হিসেবে ১৪ বছরের অভিজ্ঞতা ।


বেতন: ১৭,৫৫০/-





২। পদের নাম: সহকারী প্রোগ্রামার-০১জন।


শিক্ষগত যোগ্যতা: ২য় শ্রেণীর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রী বা অর্থনীতি/গণিত/ পদার্থবিজ্ঞান/ফলিত পর্দাথ বিজ্ঞান/পরিসংখ্যান/বাণিজ্যে ২য় শ্রেণীর স্নাকত্তর ডিগ্রীসহ ২ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটারের সফটওয়ার, হার্ডওয়ার সর্ম্পকে ধারনা থাকতে হবে।


বেতন: ১১,০৪০/-





৩। পদের নাম: সহকারী ইঞ্জিনিয়ার-০৪জন।


শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং/এগ্রি ইঞ্জিনিয়ারিং এ ২য় শ্রেণী,এমএস এক্সেল ও এমএস ওর্য়াডে কাজ করার অভিজ্ঞতা।


বেতন: ১১,০৪০/-





৪। পদের নাম: প্রোগাম এন্ড পাবলিকেশন অফিসার-০১জন।


শিক্ষাগত যোগ্যতা: ২য় শ্রেণীর স্নাকত্তর ডিগ্রীধারী। দারিদ্র্য বিমোচন/পল্লী উন্নয়ন সম্পর্কিত সংস্থায় কাজের অভিজ্ঞতাসহ প্রকাশনার ক্ষেত্রে ২স বছরের অভিজ্ঞতা।


বেতন: ১১,০৪০/-





৫। পদের নাম: মনিটরিং অফিসার-০৯জন।


শিক্ষগত যোগ্যতা: ২য় শ্রেণীর স্নাকত্তর/ কৃষি বিজ্ঞানে যে কোন শাখার ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রী থাকতে হবে। সংশ্লিষ্ট পদে ২ বছরের অভিজ্ঞতাসহ এমএস ওর্য়াড ও এক্সেলে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।


বেতন: ১১,০৪০/-





৬। পদের নাম: সাব-সহকারী ইঞ্জিনিয়ার-০৩জন।


শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ইন সিভিল বিষয়ে ২য় শ্রেণীর/বিভাগে উত্তীর্ণসহ এমএস ওয়ার্ড ও এক্সেলে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৮,৬৬০/-



৭। পদের নাম: জুনিয়ার অফিসার -০৫জন।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান পাশ। উন্নয়নমূলক কাজে ও কম্পিউটারের কাজে ২বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৮,৬৬০/-

৮। পদের নাম: একাউনটেন্ট-০১জন।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে বিভাগে ২য় শ্রেণীর ডিগ্রীসহ উন্নয়নমূলক কাজে ৩ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার চালোনায় দক্ষতা থাকতে হবে।
বেতন: ৭,১৬০/-

৯। পদের নাম: ব্যাক্তিগত সহকারী-০১জন।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ডিপ্লোমা/সাচিবিক বিজ্ঞানে ডিগ্রীধারী হতে হবে। উন্নয়নমূলক ও কম্পিউটারের কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৭,১৬০/-

১০। পদের নাম: পিএবিএক্স অপারেটর-০২জন।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাশসহ ই-মেইল সর্ম্পকে জ্ঞান থাকতে হবে।
বেতন: ৬,৫২০/-
১১। পদের নাম: ষ্টোরকিপার কাম অডিও ভিজুয়াল অপারেটর-০১জন।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ। সংশ্লিষ্ট কজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ৬,৫২০/-

১২। পদের নাম: ডাটা-এন্ট্রি অপারেটর-০৫জন।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান পাশসহ উক্ত কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ৬,২০০/-

১৩। পদের নাম: সহকারী একাউনটেন্ট-০৩জন।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে বিভাগে পাশসহ উক্তকাজে ও কম্পিউটারের কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৫,৮৮০/-
১৪। পদের নাম: ক্যাশ-সরকার-০১জন।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।
বেতন: ৪,৭২৫/-

আবেদনের শেষ তারিখ: ২০/০৭/০৯ইং।
সূত্র: দৈনিক সমকাল (০২/০৭/০৯ইং,পৃ:৮)

0 comments: