Friday, July 10, 2009

গরম গরম যোগাযোগ মন্ত্রণালয়ে চাকুরী

১। পদের নাম: একাউনটেন্ট
শিক্ষাগত যোগ্যতা: বি এ/বি কম পাস।
বেতন: ৫,৯৪৫/-

২। পদের নাম: কম্পিউটার অপারেটর
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।
বেতন: ৫,৪৫০/-

১। আবেদন পত্রের সহিত প্রার্থীর স্বাক্ষরীত পূর্ণ জীবন বৃত্তান্তঃ (ক) নাম, (খ) পিতা/স্বামীর নাম, (গ) মাতার নাম, (ঘ) ন্থায়ী ঠিকানা, (ঙ) বর্তমান ঠিকানা, (চ) জন্ম তারিখ ও বয়স (০১-০৭-০৯ইং তারিখে), (ছ) ধর্ম, (জ) জার্ীয়তা, (ঝ) শিক্ষাগত যোগ্যতা, (ঞ) অভিজ্ঞতা, (ট) সম্পতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, (ঠ) সিটি কর্পোরেশনের কমিশনার/পৌরসভা চেয়ারম্যান/ইউ পি চেয়ারম্যানের নিকট থেকে নাগরিকত্ব সনদের সত্যায়ি কপি, (ড) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি (যদি থাকে) ইত্যাদি উল্লেখ পূর্বক আগামী ১৫/০৭/০৯ ইং তারিখের মধ্যে অফিস চলাকলিন সময়ে নির্বাহী পরিচালক, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড (ডিটিসিবি), নগর ভবন (১৪ও ১৫ তলা) , ঢাকা-১০০০, ফোনঃ ৯৫৬২৬৮৬ এর নিকট দরখাস্ত পৌছাতে হবে।

২। আবেদম পত্রে সাথে ২০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে অর্ডার (অফেরতযোগ্য) নির্বাহী পরিচালক, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড এর বরাবরে প্রদান করিতে হবে।

৩। খামের উপর পদের নাম ও নিজ জেলার উল্লেখ করতে হবে।


সূত্র: ইত্তেফাক (৪/৭/০৯, পৃ: ১০)

0 comments: