Friday, July 3, 2009

সমাজ সেবা অধিদপ্তরে চাকুরী

১। পদের নাম: ষ্টোর অফিসার।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বাণিজ্যে।
অভিজ্ঞতা: ভান্ডারী ব্যবস্থাপনার কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৫১০০-১০৩৯০/-

২। পদের নাম: ফোরম্যান (বিদ্যুৎ)।
শিক্ষগত যোগ্যতা: এইচএসসি(ভকেশনাল)/এসএসসি পাশসহ ১ বছরের ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সম্পন্ন।
অভিজ্ঞতা: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন লাইসেন্স বোর্ড হতে এ,বি, এবং সি লাইসেন্স প্রাপ্তসহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৪,৪০০-৮,৮২০/-

৩। পদের নাম: ল্যাব-টেকনিশিয়ান।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (রসায়ন) পাশসহ উক্ত কাজে অভিজ্ঞ।
বেতন: ৩,৩০০-৬,৯৪০/-

আবেদনের শেষ তারিখ: ২৫/০৭/০৯ইং।

সূত্র: দৈনিক ইত্তেফাক (২৫/০৬/০৯ইং,পৃ: ১৩)।

0 comments: